রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীতে শনিবার একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ পাচঁজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাজহারুল ইসলাম জানান, আজ সাভারের আমিনবাজার উপকূলে বাল্কহেডে ধাক্কা লাগার পর গাবতলীগামী ট্রলারটি ১৫ জন যাত্রী নিয়ে নদীতে ডুবে যায়। আটজন মানুষ সাঁতার কাটতে পেরেছেন,বাকি সাতজন নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে পাচঁ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আজ সন্ধ্যা ৬ টায় আজকের মত ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছেন ঢাকা বিভাগের উপ-পরিচালক দিনমণি শর্মা।
আরও পড়ুন: ভোলায় কালবৈশাখী ঝড়ে মালবাহী ভলগেট ও ট্রলার ডুবি
আগামীকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের উদ্ধার কার্যক্রম আবার চলবে বলে জানিয়েছেন তিনি।